Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত জেলায় প্রাণহানি ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনায় সাত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বগুড়ায় ৪, চট্টগ্রামে ২, চুয়াডাঙ্গা, ফেনী, রাজশাহী, নারায়ণগঞ্জ, যশোর ও আদমদীঘিতে একজন করে।

বগুড়া : বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ১০ জন যাত্রী আহত হয়েছে। গত শুক্রবার দিনগত রাত দুইটার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের গাড়ীদহ নামক স্থানে পৌঁঁছুলে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের অপর যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে দ্রæত বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুইজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়ের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়ে আসে। শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানান চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরেই তাদের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। বাস দুটি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল আনুমানিক সকালে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমানে ছেলে ওবায়দুল হক (৩০) এবং একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)। স্থানীয়রা ইউপি মেম্বার শাহেদ হোসাইন বলেন, ‘সকালে মোটরসাইকেলযোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দুই যুবক। এ সময় তারা এস আই পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।’

যশোর : যশোরের নাভারণে ধান বোঝাই ট্রলি উল্টে বস্তা চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আফজাল হোসেন ফকির (৫৮) শার্শা উপজেলার উলাশী-সম্বন্ধকাটি গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তিনি উলাশী বাজারের আড়ত ব্যবসায়ীর সহকারি হিসাবে কাজ করতেন।
রাজশাহী : রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মো. সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার বালিয়া শ্যামপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাগরের বড় ভাই মো. শুভ (২০) গুরুতর আহত হয়েছেন। তারা ভ্যানের আরোহী ছিলেন। ভ্যান চালাচ্ছিলেন শুভ। তাদের বাড়ি পবার হরিপুর কলোনীতে। বাবার নাম মো. রেন্টু।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা শহরের একটি গ্যারেজে ট্রাক্টরের ট্রলি মেরামত করতে গিয়ে ট্রলি চাপায় চালক হুসাইন আলি (১৭) মারা গেছে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত হুসাইন আলি উপজেলার কাদিপুর গ্রামের পুলপাড়ার মরহুম মহব্বত আলীর ছেলে।

ফেনী : ফেনীর পরশুরাম উপজেলায় সড়কের গাছ পড়ে এক মোটরসাইকেল আরোহী মো. গোফরান উদ্দিন (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২ টার দিকে পরশুরাম কলেজ রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোফরান পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের শিশু মিয়ার পুত্র। তিনি বাসা বাড়িতে ইলেকট্রিকের কাজ করতেন।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, নিহতের নাম-পরিচয় ও চাপা দেওয়া গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে।

আদমদীঘি (বগুড়া) : আদমদীঘিতে মোটরসাইকেল ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোমেনুর রহমান মোমেন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভটভটি চালক জিল্লুর রহমান ও হেলপার আনোয়ার হোসেন আহত হয়েছেন। নিহত মোমেন উপজেলার ছোট আখিড়া গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ