Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রাণহানি ১২৬

প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে বর্তমানে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এতে ১২৬ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। চলতি বছরের গ্রীষ্মকাল আসার আগেই এ যাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। রেকর্ড অনুযায়ী গত সোমবার তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা ভারতে গ্রীষ্মকাল আসার আগে যে কোন সময়ের তাপমাত্রার চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে বিবিসি আবহাওয়া প্রতিবেদক পিটার গিবস। গত এক সপ্তাহে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে প্রচ- তাপদাহে শতাধিক লোক মারা গেছে। চলমান এ বৈরী আবহাওয়ায় তেলেঙ্গানায় ৬৫ জন, অন্ধ্রপ্রদেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর এলাকার কাদাপায় প্রচ- গরমে মারা যায় আরো ১৬ জন। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাধারণত গ্রীষ্মকালে ভারতে তাপমাত্রা খুব বেশিই হয়ে থাকে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রাণহানি ১২৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ