মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ায় অজ্ঞাত রোগে ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের গণকবর দেয়া হয়েছে। দেশটির কেলানতান রাজ্যের প্রত্যন্ত এক গ্রামে স¤প্রতি এ ঘটনা ঘটে। নিহতদের সবার রোগের লক্ষণ একই ছিল; যার শেষ পরিণতি হিসেবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চিন্তায় পড়ে গেছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জানা যায়, নিহতদের গণকবর থেকে বের করে ময়না তদন্ত করে তাদের মৃত্যু কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কেলানতান রাজ্যে গত মাসে বটেক উপজাতির ১৪ জন মারা যায়; এর মধ্যে ২ জনের মৃত্যু নিউমোনিয়ায় হলেও বাকি ১২ জনের মৃত্যুর কারণ এখনও অজানা। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগের কারণ খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগ মহামারী আকার নিতে পারে কি না, কী করে তা ঠেকানো যাবে, তা নিয়েই চিন্তাভাবনা চলছে। তিনি জানান, এই অজ্ঞাত রোগে আক্রান্ত আরও ৮৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।