Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টোকিও অলিম্পিকে থাকছে না বিদেশি দর্শক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের আবহে জাপানে সুস্থ এবং সুরক্ষিতভাবে অলিম্পিক ২০২১ আয়োজনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত অবশেষে নেওয়া হল। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওসি) পক্ষ থেকে চ‚ড়ান্তভাবে জানানো হয়েছে বিদেশি দর্শকদের ছাড়াই ইভেন্ট অনুষ্ঠিত হবে। মহামারীর প্রভাব থেকে বাঁচতে তাদের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

অন্যদিকে কোভিড ১৯-এর প্রভাব থেকে বাঁচতে কোনও দর্শক ছাড়াই টোকিও অলিম্পিকের টর্চ রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইওসি। ১২১ দিনের এই টর্চ রিলে আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে। ২৩ জুলাই তা ফুকোসিমায় শেষ হবে। যে সকল ক্রীড়াপ্রেমী রাস্তার ধারে দাঁড়িয়ে টর্চ রিলে দেখবেন, তাদের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক দর্শককে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে সুরক্ষার স্বার্থে প্যারালিম্পিক্সও দর্শকশ‚ন্য স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে।
জাপানের টোকিও-তে ২০২০ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অলিম্পিককরোনার হানায় ইভেন্ট এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। ঠিক হয় যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ। ৮ আগস্ট পর্যন্ত চলবে ইভেন্ট। সেই মতো প্রস্তুতি প্রায় শেষ মুহুর্তে বলা চলে। ইতিমধ্যে করোনার আবহে জাপানে অলিম্পিক বন্ধের দাবি উঠেছে। দেশটির নাগরিকরাই তাতে সামিল রয়েছেন বলে জানানো হয়েছে। তাতে আমল দিতে রাজি নয় জাপান সরকার, আইওসি ও ইভেন্টের আয়োজক কমিটি। উল্টো জোরালোভাবে কাজ চলছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাপানে এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। মহামারীকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অলিম্পিক

১৫ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ