Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে সুবর্ণ জয়ন্তীতে দাওয়াত কোন দেশপ্রেম- ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৮:২৩ পিএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রাক্কালে বিএসএফের গুলিতে মৌলভীবাজার জেলার জুড়ী সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সকলস্তরের দলমত মানুষের প্রবল বিরোধীতার পরও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে সরকারের একতরফ ভারতপ্রীতি ফুটে উঠেছে। এধরণের ঘটনা কোন পর্যায়ের দেশপ্রেম? নেতৃদ্বয় বলেন, মোদির হাত বাংলাদেশ নাগরিক হত্যার রক্তে রঞ্জিত। কাজেই এ কসাই মোদিকে বাংলাদেশের জনগণ কোনভাবেই বরণ করতে পারে না। তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি জোর দাবি এবং মোদিকে সুবর্ণ জয়ন্তীতে এনে অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকার আহŸান জানান।



 

Show all comments
  • Jack+Ali ২০ মার্চ, ২০২১, ৯:৫৮ পিএম says : 0
    They do not love our mother land they are traitor] as such they have invited the greatest butcher modi.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন ঢাকা মহানগর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ