Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে আরো ৩৪ জন করোনা আক্রান্ত : ৩৯ জন চিকিৎসাধীন হাসপাতালে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৫:৫৭ পিএম

সিলেট বিভাগে আরো ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮জন। এছাড়া বিভাগের মধ্যে রয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৯জন চিকিৎসাধীন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮০ জনের হয়েছে মৃত্যু । সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৫৪জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৭৬জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ১৪জন।

আজ শুক্রবার (১৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৪জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৪জন। এর মধ্যে সিলেট ১০ হাজার ১৮৯, সুনামগঞ্জে ২ হাজার ৫৬৪, হবিগঞ্জে ২ হাজার ১৬ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ