Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কিলার’ বলায় বাইডেনকে সরাসরি চ্যালেঞ্জ পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ৩:৩৬ পিএম | আপডেট : ৫:৫৫ পিএম, ১৯ মার্চ, ২০২১

অনলাইনে সরাসরি সম্প্রচারিত বিতর্কে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন তাকে ‘হত্যাকারী’ আখ্যা দেয়ার প্রতিক্রিয়ায় পুতিন এই চ্যালেঞ্জ জানালেন।

বৃহস্পতিবার রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে পুতিন বলেন, ‘আমি এখনই বিষয়টি সম্পর্কে চিন্তা করলাম। আমি প্রেসিডেন্ট বাইডেনকে আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিতে চাই, তবে শর্তে হচ্ছে যে, এটি সরাসরি সম্প্রচারিত হতে হবে। কোনও বিলম্ব ছাড়াই এবং সরাসরি উন্মুক্ত আলোচনায় আমরা অংশ নেব। আমার কাছে এটি রাশিয়ার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য আকর্ষণীয় হবে বলে মনে হচ্ছে।’

এর আগে গত বুধবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশে অভিযুক্ত পুতিনকে ‘হত্যাকারী’ মনে করেন কি না, জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমিও তেমনি মনে করি।’ মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিগত অনেক বছরের মধ্যে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় সংকট সৃষ্টি করেছে। বাইডেনের এমন বক্তব্যের জের ধরে রাশিয়া জরুরি আলোচনার জন্য ওয়াশিংটনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠিয়েছে।

এর প্রতিক্রিয়ায় চ্যালেঞ্জ জানিয়ে পুতিন বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব এই আলোচনায় বসতে চাই। আমি ছুটিতে এই সপ্তাহান্তে তাইগায় যেতে চাই। সুতরাং আমরা এটি শুক্রবার বা সোমবার করতে পারি। আমরা আমেরিকান পক্ষের পক্ষে সুবিধামত যে কোনও সময়ে এর জন্য প্রস্তুত।’

পুতিনের এই চ্যালেঞ্জের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, এমন বিতর্ক হওয়ার সম্ভাবনা কম। শুক্রবার বাইডেনের জর্জিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন ইতিমধ্যে প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছেন।’ তিনি বলেন, ‘বাইডেনকে এখনও বিশ্বের অনেক নেতার সাথে কথা বলতে হবে। অবশ্যই তিনি শুক্রবার জর্জিয়াতে থাকবেন এবং বেশ ব্যস্ত থাকবেন।’ সূত্র: এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ