Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এবার পাকিস্তান দলে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

আফ্রিকা সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে একটি ধাক্কা খেল পাকিস্তান দল। প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্কোয়াডে থাকা একজন ক্রিকেটার। গতপরশু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের কোভিড-১৯ পরীক্ষা করানো হয় মঙ্গলবার। যেখানে একজন খেলোয়াড়ের ফল পজিটিভ আসে। তার নাম অবশ্য প্রকাশ করা হয়নি বোর্ড থেকে। যাদের ফল নেগেটিভ এসেছে তারা গতকালই লাহোরে চলে গেছেন। সেখানে টিম হোটেলে আরেক দফা পরীক্ষা হবে তাদের। যাদের ফল নেগেটিভ আসবে তারা আজ থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করতে পারবেন। আক্রান্ত খেলোয়াড় এখন বাড়িতে আইসোলেশনে আছেন। সেখানে গতকালই আরেক দফা পরীক্ষা হবার কথা তারও। ফল নেগেটিভ এলেই কেবল টিম হোটেলে যেতে পারতেন তিনি। তবে অতিরিক্ত আরও দুই দিন আইসোলেশনে থাকতে হবে তাকে। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্ট। সাদা বলের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা ভাড়া করা বিমানে জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বেন আগামী ২৬ মার্চ।

টেস্ট দলে থাকা খেলোয়াড়রা যাবেন পরে। বেশ কয়েকজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পিএসএল স্থগিত হওয়ার পর এটাই পাকিস্তানের প্রথম সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনার থাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ