Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপিয়ান ফুটবলে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৩ এএম

কয়েকজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন কেন্দ্র বন্ধ করে দিয়েছে পিএসজি। এক বিবৃতিতে এই ঘোষণা দেয় ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি। অন্যদিকে ইন্টার মিলান ক্লাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সাসসুয়োলোর বিপক্ষে তাদের সিরি’আর ম্যাচটি স্থগিত হয়ে গেছে। ইন্টারের খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গে যোগ দিতেও নিষেধ করা হয়েছে।
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুশীলন কেন্দ্র বন্ধ থাকবে সোমবার পর্যন্ত এবং শুক্রবার হবে আরেক দফা স্ক্রিনিং সেশন। ক্লাবটির পুরুষ দলের কেউ আক্রান্ত হয়নি। গত বুধবার তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে ওঠে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে। আঘাতটা এসেছে ক্লাবটির নারী দলের ওপর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তারা স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচটি খেলতে পারেনি। স্পার্তার মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার।
ম্যাচটি বাজেয়াপ্ত হলে এবং ৩-০ গোলে হারের নিয়মে পড়লেও পরের রাউন্ডে উঠে যাবে পিএসজির নারীরা। প্রথম লেগে তারা জিতেছিল ৫-০ গোলে। কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের পরের ম্যাচ আগামী রোববার, লিগে পয়েন্ট তালিকার তিন নম্বর দল লিওঁর বিপক্ষে।
সিরি’আয় ফুল ব্যাক দানিলো দি’আমব্রোসিও ও গোললক্ষক সামির হান্দানোভিচের পর গত পরশু স্তেফান ফ্রেই ও মাতিয়াস ভেসিনোর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় ইন্টার। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সাসসুয়োলো ম্যাচটি স্থগিতের অনুরোধ জানিয়েছিল। আগামী শনিবার মিলানের সান সিরোয় হওয়ার কথা ছিল ম্যাচটি।
এক বিবৃতিতে ইন্টার জানায়, মিলানের স্বাস্থ্য কর্তৃপক্ষ, আগামী ২১ মার্চ পর্যন্ত তাদের সকল দলীয় কার্যক্রম স্থগিত করেছে। আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের সঙ্গে ফুটবলারদের যোগ দিতে মানা করা হয়েছে। সিরি’আ কর্তৃপক্ষ অবশ্য এখনও ইন্টার-সাসসুয়োলো ম্যাচ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেনি। এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতেও রাজি হয়নি তারা। এসি মিলানের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে চ‚ড়ায় রয়েছে ইন্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনার থাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ