Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট জালালাবাদ গ্যাস কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৮:২৫ পিএম

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) প্রধান কার্যালয়ে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্ণার’। বুধবার সকালে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন জেজিটিডিএসএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস” উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে শুভ উদ্ভোধন করা হয় এ ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর। ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বিশাল সংগ্রাম ময় জীবনের দূর্লভ ছবি ও আত্মজীবনীর উপর রচিত বিভিন্ন বই-পুস্তক।

অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ তাঁর বিশাল সংগ্রামময় জীবনের দূর্লভ ছবি ও তাঁর আত্মজীবনীর উপর রচিত বিভিন্ন বই-পুস্তক সংরক্ষণ করায় তা কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের নতুন প্রজন্মকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুকে জানার সুযোগ করে দিবে। বঙ্গবন্ধুকে না জেনে জানা যাবে না বাংলাদেশকে। একই সূত্রে গাঁথা বঙ্গবন্ধু ও বাংলাদেশ। ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির মহাব্যবস্থাপক, উপমহাব্যস্থাপক, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ-২৫২০) এবং অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ