বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩০ ঘণ্টা পর সুনামগঞ্জের শাল্লা উপজেলার সনাতনী ধর্মালম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শাল্লা থানায় এই মামলা দায়ের হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় থানার ওসি নাজমুল হক। ঘটনার তদন্ত ও সার্বিক নিরাপত্তার স্বার্থে মামলার বাদী, আসামিদের নাম ও সংখ্যা সহ এজাহারের তথ্য প্রকাশে গোপনীয়তা কৌশলগত কারণে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আসামিদের ধরতে অভিযান শুরু সহ দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করা হবে বলে নিশ্চয়তা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।
প্রসঙ্গত, গত সোমবার দিরাইয়ে আসেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কেন্দ্রীয় একাধিক নেতা। সে সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করায় মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন ঝুমন দাশ আপন নামের স্থানীয় এক যুবক। ওই রাতেই আপনকে গ্রেপ্তারের দাবিতে হেফাজত নেতার অনুসারীরা বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করলেও বুধবার সকালে এই গ্রামে ঘটে ঘর-বাড়ি ভাংচুর, লুটপাট ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।