Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সফোর্ডের টিকাই নেবেন বরিস জনসন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১:৩৮ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনই নেবেন। কেন বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন প্রশ্ন বুধবার সংসদে নাকচ করে দেন জনসন। তিনি বলেন, ‘আমি অবশেষে জানতে পেরেছি যে, খুব দ্রুতই আমাকে ভ্যাকসিন নিতে হবে, আমি এটা জানতে পেরে আনন্দিত। এটা অবশ্যই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা হবে, এটাই আমি নেব।’ খবর এএফপির

ভ্যাকসিন নেয়ার পরবর্তী ধাপে যারা রয়েছেন, ৫৬ বছর বয়সী জনসনও তাদের একজন। আগামী জুলাইয়ের মধ্যে ব্রিটিশ সরকার সকল প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা করেছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, সময়সূচী নিয়মমতোই চলছে। যদিও ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবাকে (এনএইচএস) প্রশাসন চিঠি দিয়ে জানিয়েছে, ২৯ মার্চ থেকে এক মাস পর্যন্ত ভ্যাকসিন সরবরাহে ‘উল্লেখযোগ্য ঘাটতি’ তৈরি হতে পারে।

হ্যানকক বলেন, ‘ভ্যাকসিনের সরবরাহ সবসময়েই অনিশ্চিত তাই আমরা নিয়মিতভাবে এনএইচএসকে চিঠি দেই যেন সরবরাহের উত্থান-পতনগুলো কয়েক সপ্তাহ আগেই অবহিত করা যায়।’

যুক্তরাজ্যে আড়াই কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে ১ কোটি ১০ লাখকে দেয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনও প্রয়োগ করা হচ্ছে। তবে যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা সাধারণত নিজের পছন্দমত কোনো বিশেষ কোম্পানির ভ্যাকসিন নিতে পারেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ