Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে মেডিক্যাল ক্যাম্প

সালাহউদ্দিন আহমেদ, নিইউয়র্ক থেকে : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ কুইন্সের ২০টি সংগঠনের উদ্যোগে নিউইয়র্কের এস্টোরিয়ার ব্রডওয়েস্থ কুইন্স লাইব্রেরির সামনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে সেবা নেন পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা। সেবার মধ্যে ছিল ফ্রি এন্ডিবডি টেস্ট, কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট এবং কাউন্সিলিং। এছাড়াও এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জনের মতো নর-নারীকে ফ্রি এন্টিবডি টেস্ট ও সেবা দেয়ার পাশাপাশি ফ্রি মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানাটাইজার, ভিটামিন-সি ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ