Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ২য় মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব, স্বাচিপের অত্র বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চর্ম ও যৌন ব্যাধি বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুম প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ২য় মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বিশ^বিদ্যালয় ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের এলাকাবাসীকে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা অংশগ্রহণ করেন। এতে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর আগে ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ২য় মৃত্যুবার্ষিকীতে ত্রিশালের মঠবাড়িতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর কবরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়ার পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডীন প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ কে এম খুরশিদুল আলম, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আব্দুল আজিজ, সহকারী প্রক্টর প্রফেসর ডা. মো. আবু তাহের প্রমুখ শ্রদ্ধা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ, নরসিংদী জেলার পুলিশ সুপার ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা জানান। পরে ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর ময়মনসিংহ জেলার ত্রিশালের নিজ বাড়ির সামনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মরহুমের মাতা আমিনা খাতুন। এ সময় নরসিংদী জেলার পুলিশ সুপার, মরহুম ডা. এ এস এম জাকারিয়া স্বপন-এর সহধর্মিনী বিএসটিআই-এর পরিচালক শামীম আরা বেগম, তাঁর ভাই যুগ্ম-সচিব মাহমুদুল হাসান সোহেল, ছেলে রাফি জাকারিয়া, মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল, বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডা. হরষিত কুমার পাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার কুমার পাল, ডা. মো. মহিবুর রহমান বুলবুল, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটু, ডা. মো. হাসান শাহরিয়ার আহমেদ, ডা. আশীষ কুমার সরকার, ডা. বেলাল, ডা. বান্দা, ডা. বাদল, ডা. মোহাম্মদ আবিদ, ডা. জাকির হোসেন সুমন, ডা. জাহান শামস নিটল, ডা. আলম, ডা. উজ্জ্বল, ডা. কাউসার, ডা. ফয়সাল, ডা. শুভ, ডা. শাহীন, ডা. আতিক, ডা. রাকিব, ডা. মো. ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ