বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা দুই’শ পাউন্ড ওজনের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন করেছে। আজ বুধবার সকালে হাসপাতালের হলরুমে ঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে নার্সেস এসোসিয়েশন। কেক কাটা পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির চক্রবর্তী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুব উল আলম, হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকার, সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, ওসমানী হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক রিনা আক্তার, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক নেহারী রানী দাস, বিএনএ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী শাখার সহ সভাপতি খাদিজা আক্তার, জুবেদা আক্তার, জসিম উদ্দিন, গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, অর্থ সম্পাদক নিলুফা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সমির চন্দ্র দাস, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল বিএনএ’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ খান, সহ-সাধারণ সম্পাদক সাব্বীর আহমদ, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও) এর সভাপতি নূরুজ্জামান আতিক, সহ সভাপতি মো. শিহাব উদ্দিন, সহ সভাপতি মঈন আল শ্রাবন, সাধারণ সম্পাদক মন্দিরা রানী জয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।