বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪০ টিরও বেশী ঘর পুড়ে গেছে।
বুধবার আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনের একটি শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আব্বাসিয়া মার্কেটের পিছনের এই এলাকায় ছোট ছোট প্রায় ৩ শতাধিক আধা কাঁচা টিন শেডের ঘর রয়েছে। সেখানে বোশির ভাগ পোশাক কারখানা শ্রমিকরা থাকেন। সকাল আনুমানিক ১০ টার দিকে হঠাৎ একটি কলোনীতে আগুন লাগে। পরে নিমিষেই আগুন পাশের আরও কয়েকটি কলোনীতে ছড়িয়ে পড়ে। এঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে সরু সড়কের কারনে আগুনে নিভাবে অনেক বেগ হতে হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, এসব কলোনীর কক্ষগুলো সাধারন কক্ষের থেকেও ছোট।
আগ্নিকান্ডে ৪০ টিরও বেশী ঘর পুড়ে গেছে জানিয়ে বলেন, অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।