বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চলন্ত গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার টাঙ্গাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে গাড়িতে থাকা তাবলীগের ১৭ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়ির চালক নড়াইল জেলার রুখালী গ্রামের আব্দুর রউফ বলেন, ঢাকা থেকে তাবলীগের ১৬ জন যাত্রী নিয়ে টাঙ্গাইলের মধুপুরের দিকে যাচ্ছিলাম। মহাসড়কের গুল্লাহ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়ি থেকে গন্ধ বের হয়। এ সময় গাড়িতে থাকা সবাই দ্রুত নেমে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওয়ারিং তারের লাইনে ছিদ্র থাকায় গাড়ির ইঞ্জিনের সঙ্গে সংযোগ হয়ে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।