বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপক্তিকর অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় সনাতন (হিন্দু) ধর্মালম্বী ঝুমন দাস আপন (২৫) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে শাল্লা থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রয়াত গোপেশ দাসের পুত্র।
শাল্লা থানার ওসি আরো জানান, সোমবার জেলার দিরাই পৌর শহরের স্টেডিয়াম হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে হেফাজতে ইসলাম যুগ্ম-মহাসচিব দেশ বরণ্যে আলেম আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন।
এরপর থেকেই 'ঝুমন দাস আপন' সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে আপক্তিকর অশালীন মন্তব্য লিখে পোস্ট করেন।
তার পোস্টের পরপরই কমেন্ট বক্সে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও নানা বিরুপ মন্তব্য করতে থাকেন।
এ নিয়ে ধর্মপ্রাণ আলেম-উলামাসহ নানা শ্রেণি-পেশার লোকজনের মধ্যে তীব্র অসন্তোষ ও চরম উক্তেজনা দেখা দেয়।
বিষয়টি আইন-শৃংখলা বাহিনীসহ সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতারে অভিযানে নামেন শাল্লা থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাল্লার শাসখাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।