পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আলাদতের নির্দেশে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ কথা জানান।
তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আদালত থেকে এই নির্দেশনা এসেছে। নির্দিষ্ট সময়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমিকে প্রধান করে মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাফিজ সরকারকে সদস্য সচিব এবং অর্থপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খানকে সদস্য করে এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আদালতে জবানবন্দিতে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ করেছেন, তাকে গত বছরের মে মাসে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে তিনি পিঠে, পায়ে ও কানে আঘাত পেয়েছেন। সেই কারণে আদলতের নির্দেশে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বোর্ড গঠন করা হয়েছে। পরবর্তী কার্যদিবসে এই মেডিক্যাল বোর্ড কিশোরকে স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষার পরে সঠিক সময় মেডিক্যাল বোর্ড আদালতে একটি প্রতিবেদন জমা দেবে।
গত ১৪ মার্চ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) তিন জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে আগামী ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।