Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়িয়ায় জাটকা নিধন বিরোধী অভিযান, আটক ৬

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৫:৪৮ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে জাটকা নিধন বিরোধী অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জাটকাসহ ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে জেলার নড়িয়া উপজেলার ইশ^রকাঠি পয়েন্টে পদ্মা নদীতে অভিযান চালায় সুরেশ^র নৌ পুলিশ । অভিযানে নেতৃত্ব দেন সুরেশ^র নৌ পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান।
এসময় জাটকা নিধন ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের অপরাধে নোয়াব আলী, হৃদয়, মোঃ সুমন, নুর ইসলাম, হাসান ও জীবন নামের ৬ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০ কেজি জাটকা ও ৮০ হাজার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে আটককৃত দের সহাকারি কমিশনার (ভুমি) মো. মোরশেদুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় মৎস সংরক্ষণ আইনে আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ