Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে জামায়াত শিবিরের নেতাকর্মীসহ আটক ১৭

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৫:৩৬ পিএম

রাজশাহীতে জামাত শিবিরের ১৭জন নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার ভোওে নগরীর চৈতির মোড়ে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: বাংলাদেশ জামায়াদে ইসলামী রাজশাহী মহানগরের সভাপতি মো:. নুরুল আউয়াল , সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: বুলবুল আহম্মেদ, সহ-সভাপতি মো: ইমাজ উদ্দিন মন্ডল, ৩ নং ওয়ার্ডের সভাপতি মো: টগর আলী, বাংলাদেশ ছাত্রশিবির , রাজশাহী মহানগরের সভাপতি হাফেজ মো: খায়রুল ইসলাম, নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকার মাজেদ আলী শেখের ছেলে মো: মোফাজ্জল হােসেন ( ৬২ ), রাজপাড়া থানাধীন বসুয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মাহবুবুল আলম কাজল ( ৪৭ ) , বসুয়া উত্তর পাড়া গ্রামের মৃত ইউসুফ আলী মন্ডলের ছেলে মাে. বেলাল হোসেন ( ৪৫ ),কাটাখালী থানাধীন শ্যামপুর গ্রামের মো: হযরত আলীর ছেলে আব্দুল হক ( ৪৪ ), রাজপাড়া থানার অচিনতলা গ্রামের মো: তৌফিজুল ইসলামের ছেলে মো: আব্দুল্লাহ ( ২৩ ) , চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের মো: আব্দুল অদুদের ছেলেমো: মাহবুব হোসেইন ( ৩০), খড়খড়ি এলাকার মো, আব্দুর রাজ্জাকের ছেলে মো: মাহফুজ ( ৩২ ),ললিতাহার গ্রামের মো: জমসেদ আলমের ছেলে মো: মুরাদ হোসেন লাভলু ( ৩৭ ),কাটাখালী থানাধীন মো: হযরত আলীর ছেলে মাে. জিয়াউল হক (২৬),শাহমখদুম থানা সতুনপাড়ার ম্যো: জামাল উদ্দিনের ছেলে মো. মনিরুল ইসলাম মনির ( ২৪ ), বাংলাদেশ ছাত্রশিবির , রাজশাহী মহানগরে সাবেক সাধারণ সম্পাদক মো: রমজান আলী লিটিল ( ৪০ ),চন্দ্রিমা থানার আসাম কলোনীর মৃত একেএম হানিফ উদ্দিনের ছেলে মো: আব্দুল আল মোস্তফা ( ৪৫ )। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে জিহাদি বই , দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ