বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে অনশন কর্মসূচি পালণ করেছে আখচাষী, চিনিকল শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে কর্মসূচি পালণ করা হয়।
চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, আখচাষী কল্যাণ ফেডারেশনের নেতা জিন্নাত আলী প্রধান, আতোয়ার হোসেন নান্নু, মুকুল হোসেন, জহুরুল ইসলাম, লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা ১১টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে । এরপর নেতৃবৃন্দকে শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান প্রবীণ আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান।
অনশন চালাকালে দেশীয় শিল্প ধ্বংসের সকল অপচেষ্টা রুখে দিতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তাঁরা অবিলম্বে গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল সহ বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল চালুর ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।