Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধক টিকা নিয়েছেন অভিনেত্রী নিপুণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৯:০৭ এএম

করোনা ভাইরাস প্রতিরোধক টিকা নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। তিনি গত (১০ মার্চ) রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছেন বলে জানা গেছে।

গতকাল (সোমবার) নিপুণ ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিতে দেখা যায়। জনপ্রিয় এই চিত্রনায়িকা সেই ছবির ক্যাপশনে লিখেছেন,আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে !

বর্তমানে নিপুণ অভিনয়ে নিয়মিত নন। রাজধানীর বনানীতে সৌন্দর্যচর্চাবিষয়ক প্রতিষ্ঠান “টিউলিপ নেইলস অ্যান্ড স্পা” চালু করেছেন তিনি। এটির কার্যক্রম পরিচালনা নিয়েই সময় কাটে তার। তাই অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। সেই ব্যস্ততার মধ্যেই গত বছরের শেষ প্রান্তে ‘বীরত্ব’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবির অন্যতম একটি চরিত্র ‘লুৎফা’। নিপুণকে লুৎফা চরিত্রেই দেখা যাবে। ছবিটির শুটিং শেষ, এখন চলছে কারিগরি অংশের কাজ। চলতি বছরের জুন মাসে মুক্তি পাবে ছবিটি। ।

২০১৮ সালে উত্তম আকাশের পরিচালনায় নিপুণ সর্বশেষ ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নিপুণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ