Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম নয়, অপশক্তিই উৎখাত হয়ে যাবে

দিরাইয়ে আল্লামা জুনাইদ বাবুনগরী

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

কেন্দ্রীয় হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, সারাবিশ্বে ইসলামকে উৎখাত করার বিভিন্ন কৌশল ব্যবহার করা হচ্ছে। কিন্তু তাদের এসব কৌশল কোনদিনই সফল হবে না। বরং বাতিল অপশক্তিরাই উৎখাত হয়ে যাবে। নবীদের শানে বেয়াদবী করে কেই আজ পর্যন্ত সফলতার মুখ দেখেনি। আজও বিভিন্ন দেশে নবীর অবমাননা করে ব্যঙ্গচিত্র করা ও কটুক্তিমূলক কথাবার্তা বলাসহ নানা কাজ চলছে। এসবের বিরুদ্ধে হক্কানী উলামায়ে কেরামগণ ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছেন।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা হেফাজতের উদ্যোগে স্থানীয় স্টেডিয়াম মাঠে আয়োজিত শানে রিসালত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির আল্লামা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, সহকারী আন্তর্জাতিক মহাসচিব মাওলানা শুয়াইব আহমদ, মুফতি মাওলানা জাবের কাসেমী। মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা মুখতার হোসাইন ও মাওলানা শিহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাইয়ের প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বছীর, ভ‚ইগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা শামসুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান শায়খে চান্দিপুরী, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, মাওলানা আবুল কাসেম শায়খে চাতলপাড়ি, হাফিয মাওলানা ইমদাদুল হক হাসারচর, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা এমদাদুল হক, মুফতি মাওলানা মাহবুবুল হক, মাওলানা বেলাল আহমদ, বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল হাসান সেজু প্রমূখ।

বক্তারা আরও বলেন, যুগে যুগে নবীর মুহাব্বাতে তার খাঁটি উম্মতরা রক্ত দিয়েছে। আজও তার উম্মত নির্যাতনের শিকার হচ্ছে। অনেক স্থানে সরকারি পৃষ্ঠপোষকতায় এসব কুলাঙ্গারদের সহযোগিতা করা হচ্ছে। সরকারের প্রতি নবীর শত্রুদের প্রতিহত করতে উদার আহবান জানিয়ে তারা বলেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে সংসদে আইন প্রণয়ন করতে হবে। অন্যথায় এদেশের ধর্মপ্রাণ জনতা মাঠে নেমে তাদের দাবী আদায় করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির আখেরি মুনাজাতের মাধ্যমে শানে রিসালাত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ