Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বস্তি ফেরায় চেরির শোভায় মুগ্ধ উহানের দর্শনার্থীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বিশ্বব্যাপী করোনার দাপট চললেও স্বস্তি ফিরেছে উৎপত্তিস্থল উহানে। বসন্তের বাতাসে চেরি ফুলের সৌরভে ছেয়ে গেছে চারপাশ। বেড়েছে পর্যটকের আনাগোনাও। দেখে বোঝার উপায় নেই গত বছরের এদিনেই করোনায় মৃত্যুর মিছিলে আহাজারিতে ভারি ছিল উহানের পরিবেশ। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী ভাইরাস কোভিড উনিশ। ঠিক একবছর পর যেখানে বিশ্বব্যাপী সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী তখন উহানে বসন্তের আমেজ বিরাজ করছে। মৃত্যুপুরী উহান এখন পরিণত হয়েছে আকর্ষণীয় চেরি ফুলের উদ্যানে। বেড়েছে পর্যটক সমাগম। চেরি ফুলের শোভায় মুগ্ধ দর্শনার্থীরা। করোনাকালে যেসব সম্মুখযোদ্ধা জীবন বাজি রেখে নিরলস কাজ করে গেছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে উহানে চেরি ফুলের এই সৌন্দর্য উপভোগের জন্য। দীর্ঘ সময় পর পুরানো ঠিকানায় ফিরে উচ্ছ¡সিত তারা। এক দর্শনার্থী বলেন, গত বছর চেরি ফুল নিয়ে আমি কবিতা লিখেছিলাম। আমি আশা করেছিলাম একদিন যেন সম্মুখযোদ্ধারা উহানে এসে এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আরেক জন বলেন, উহানকে এখন বেশ সমৃদ্ধ শহর মনে হচ্ছে। আমাদের চেষ্টা বৃথা যায়নি। করোনা মোকাবিলায় আমরা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছি। বলা হয়, করোনার উৎপত্তিস্থল উহানে ৪২ হাজার স্বাস্থ্যকর্মীর চেষ্টায় মহামারি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সেখানকার মানুষ স্বাভাবিক জীবন যাপন করছে। পিআর নিউজওয়্যার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ