বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, হালাল খেয়ে ইমানসহ মরতে চাই। তিনি বলেন, ছোটবেলা থেকেই নিয়ত করেছি, উপোস থাকলেও ঘুষ খাবো না। একজনের সম্পদ আরেকজনে জোরপূর্বক নিয়ে যাবে, এজন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ করেছি এজন্য যে, দেশে চুরি ডাকাতি থাকবে না, ছিনতাই, রাহাজানি থাকবে না। সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় তিনি এসব কথা বলেন।
তিনি ইনকিলাবের এই প্রতিবেদককে বলেন, আমি নাজিল হইনি। আমার গুণ্ডাবাহিনী নাই। থানা ছাত্রলীগ, যুবলীগের সভাপতি ছিলাম। জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ছিলাম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন। প্রেসিডিয়াম মেম্বার করেছেন। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নেত্রী অসম্ভব মেধাবী। একাধিক মন্ত্রণালয় তিনি দক্ষতার সাথে পরিচালনা করছেন। তিনি বলেন, আজ থেকে ১৫ বছর পর অর্থনীতি হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। বলেন, গণতন্ত্রে বিরোধী দল থাকতেই হবে। তবে আগামী ১৫-২০ বছর পর আজকের যে আওয়ামী লীগ ও বিএনপির ফরমেট, তা থাকবে না। একসময় বছরে এক ফসল হতো। এখন তিন চার ফসল হয়। রাজনীতিতেও পরিবর্তন আসবে। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, যে গ্রাম থেকে কোনোসময় ইউপি মেম্বার পাস করেনি, সেই গ্রাম থেকে আল্লাহ আমাকে ৫ বার সংসদ সদস্য করেছেন। বারের নির্বাচনেও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, পেশাজীবি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক, বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার সভাপতি এমএ মতিন এমবিএ, উপদেষ্টা মো. খোরশেদ আলম, সাংবাদিক নেতা সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ আবদুল অদুদ, বুড়িচং উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ভুইয়া, এডভোকেট জাহেদুল আলম, সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক গোলাম জাকারিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু কাউসার, সহ অর্থ সম্পাদক হাছানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও এডভোকেট ওসমান গনি ও সহ দপ্তর সম্পাদক এডভোকেট মো. সোহাগ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।