পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইতঃপূর্বে মঞ্জুরকৃত ছুটি শেষ না হতেই আবারও ছুটি চেয়েছেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আবেদনে জানানো হয়, ছুটি নিয়ে তিনি লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে চান। এজন্য ৩১ মার্চ পর্যন্ত চলমান ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে দরখাস্ত জমা দিয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। গত সপ্তাহে তিনি এ দরখাস্ত দেন। এছাড়া গত ২৮ মার্চ এ দরখাস্ত পাঠানো হয় প্রেসিডেন্টের কাছেও। আবেদনে তিনি উল্লেখ করেন, বৃদ্ধ মায়ের সঙ্গে ছুটি কাটাতে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন। অর্জিত ছুটি থেকেই তিনি এ ছুটি কাটাতে চান।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিযুক্ত করার পর সিনিয়র বিচারপতি মোহাম্মদ ঈমান আলী ৩১ মার্চ পর্যন্ত ছুটি নেন। চাকরিবিধি অনুযায়ী, চলতি বছর ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে। সিনিয়রিটি লঙ্ঘন করে তার কনিষ্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিযুক্ত করার পর তিনি আর প্রধান বিচারপতির সঙ্গে বিচারিক এজলাসে বসেন নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।