Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে দেদার বিক্রি হচ্ছে ট্রাম্পের বৌদ্ধ ভিক্ষু মূর্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০০ এএম

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বৌদ্ধ ভিক্ষুর বেশে ধ্যানমগ্ন। পদ্মাসনে বসে আছেন একমনে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনও হুমকি, ধমকানো বা ঝগড়া নয়। এ পৃথিবীর কোনও কিছুই যেন তাকে স্পর্শ করছে না। সব মায়ার ঊর্ধ্বে উঠে গেছেন যেন। চমকে গেলেন? ভাবছেন হঠাৎ কী হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের? বৌদ্ধধর্মে দীক্ষিত হলেন নাকি? না, চমকানোর কোনো কারণ নেই। এ ডোনাল্ড ট্রাম্প আসল নন। পাথরের মূর্তি।
তার বৌদ্ধ ভিক্ষু মূর্তিটি তৈরি করেছে চীনের একটি ফার্নিচার সংস্থা। সেই দেখাদেখি এখন অনেক সংস্থাই এ মূর্তি তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে। হট কেকের মতো বিক্রি হচ্ছে এসব মূর্তি। তবে পুরোটাই অনলাইনে। ছোট ছয় ইঞ্চির মূর্তি পাওয়া যাচ্ছে দেড়শো মার্কিন ডলারে এবং বড় আঠারো ইঞ্চির দাম ছয়শো পনেরো মার্কিন ডলার। ইতোমধ্যেই আলিবাবার ই কমার্স সাইট তাওবাও জানিয়ে দিয়েছে স্টক খতম। কিন্তু মূর্তির চাহিদা শেষ হচ্ছে না। প্রত্যেক চীনা পরিবার এ মূর্তিটি সংগ্রহ করে রাখতে চাইছে।

মূর্তির তলায় লেখা ‘মেক ইওর কোম্পানি গ্রেট এগেইন’। ভোটে জিতে আসার সময় ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। শুধু মূর্তি নয়, ট্রাম্পের বৌদ্ধ ভিক্ষু ছবি দিয়ে টি-শার্ট, হুডি, চায়ের কাপ এবং চাবির রিং বিক্রি হচ্ছে। অর্থাৎ এ বার্তার মাধ্যমে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মজা উড়িয়েছে চীন। দেশের প্রেসিডেন্ট থাকার শেষ কয়েক মাস চীনকে একের পর এক হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বিশ্বে করোনা ভাইরাস ছড়ানোর পেছনে চীনের কুচক্র কাজ করেছে নির্দ্বিধায় বলতেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ভোটে জিতে এলে ড্রাগনকে উচিত শিক্ষা দেবেন বলে হুমকি দিতেও ছাড়েননি। তাই চীনের মানুষের মনে ট্রাম্প বিরোধী মনোভাব তৈরি হয়েছে বহুদিন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিংহাসনে ট্রাম্প এখন অতীত। দায়িত্বে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন নিয়ে ট্রাম্পের মতো আক্রমণাত্মক না হলেও বাইডেন কিন্তু ইতোমধ্যেই চীনকে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হলুদ কার্ড দেখিয়ে রেখেছেন। অর্থাৎ আমেরিকা বনাম চীন সম্মুখ সমরে না হলেও ঠান্ডা যুদ্ধ কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

Show all comments
  • রাকিবউদ্দিন ১৫ মার্চ, ২০২১, ১:০৭ এএম says : 0
    ট্রাম্পের ক্ষশতা ছেড়েও শান্তি নেই।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ১৫ মার্চ, ২০২১, ১:০৭ এএম says : 0
    আজব মানুষ সবাই
    Total Reply(0) Reply
  • কামাল ১৫ মার্চ, ২০২১, ৮:১৭ এএম says : 0
    ট্রাম্পকে এখন আর কেউ গোনে না।
    Total Reply(0) Reply
  • গাজী ওসমান ১৫ মার্চ, ২০২১, ৮:১৮ এএম says : 0
    চায়নারা ট্রাম্পকে নিয়ে মশকারা করছে আর কি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ