পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্টনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ নেওয়াজ মুরাদে বাসা থেকে লিপি বেগম (৩৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত লিপি বেগম চট্টগ্রাম জেলার স্বন্দীপ থানার উত্তর মগদারা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সুলেমান বাদশা ও আছমা বেগমের মেয়ে। তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল থানার যুগ্ম পরিচালক শাহ নেওয়াজ মুরাদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া বলেন, গতকাল সকাল ১০টার দিকে খবর পেয়ে পল্টন ইস্টার্ন রেইনবোর বাসায় যাই। পরে ১৫ তলার ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়নায় ঝুলন্ত লাশ দেখতে পাই। তিনি জানান, মৃত লিজা বাংলাদেশ ব্যাংকের শাহ নেওয়াজ মুরাদের বাসায় ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন। নিহতের বাড়ি স›দ্বীপে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় শাহনেওয়াজ মুরাদ বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানায় পুলিশ। মামলা নম্বর-৪। মামলাটির তদন্ত করছেন পল্টন মডেল থানার এসআই আবদুল জলিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।