Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামিদের গ্রেফতার দাবি

রূপগঞ্জে আ.লীগ অফিস ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদাদাতা : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্রলীগ নেতার বাড়িতে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ভাঙচুর, লুটপাটের প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আবুল বাশার টুকু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৮ মার্চ রাতে এলাকায় আধিপত্য বিস্তার করতে জাহেদ আলী ও কামরুজ্জামান হীরার নেতৃত্বে সশস্ত্র হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। হামলায় ছাত্রলীগ নেতাসহ পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলা ভাঙচুরের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার আট দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। এছাড়া এখনও কায়েতপাড়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে। বহিরাগতদের আনাগোনায় এলাকার মানুষ রয়েছে চরম আতঙ্কে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসামি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ