Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় চাঞ্চল্যকর চেয়ারম্যান মিঠু হত্যার ৩ বছর পর আসামী গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ৭:৫৪ পিএম

খুলনার ফুলতলা উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রায় ৩ বছর পর মামলার আসামীসহ ৫ জন গ্রেফতার হয়েছে। র‌্যাব সদস্যরা শনিবার দিবাগত রাতে ফুলতলার গাড়াখোলা স্কুলের সামনে থেকে জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো চাকু ও ৩টি মটরসাইকেল উদ্ধার করে। আটককৃতরা হলো ফুলতলার গাড়াখোলা গ্রামের মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ শিমুল হাওলাদার (৩০), মাসুদ মহলদারের পুত্র হৃদয় মহলদার (১৯), মৃতঃ ফজলু গাজীর পুত্র বাদশা গাজী (২৩), মোঃ মজিদ মহলদারের পুত্র মোঃ রুমান মহলদার (১৯) এবং মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ রাসেল শেখ (৩০)। এদের মধ্যে শিমুল হাওলাদার সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠু হত্যা মামলার মূল আসামী এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

র‌্যাব-৬ এর ডিএডি শেখ মোঃ নুরুজ্জামান চানু জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শিমুল হাওলাদার গত ২০১৮ সালের ২৫ মে ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যা মামলার আসামী। মামলাটি আদালতে বিচারাধীন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মধুসুধন পান্ডে জানিয়েছেন। গ্রেফতারকৃতদের রোববার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ