বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন আগুনে পুড়ে মারা গেছেন তার স্বামী! শনিবার সকালে সেখানে আগুনে পুড়ে মারা গেছেন শরিফুল মোল্ল্যা (৩২) নামের এক পোশাক শ্রমিক। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকার জনৈক আতোয়ার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে পোশাক কারখানার কাজ শেষ করে নিজ ভাড়া বাসায় শরিফুল মোল্ল্যা ও তার স্ত্রী সুর্য খাতুন ঘুমিয়ে ছিলেন। পরে সকালে তার স্ত্রী দেখতে পান তার স্বামী আগুনে পুরে মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাশ পাঠানো হয়। নিহতের স্ত্রী সুর্য খাতুন বলেন, তার স্বামী সিগারেটের আগুন থেকে মারা গেছেন।
নিহত ওই পোশাক শ্রমিক রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন স্টিচ কারখানায় অপারেটর পদে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী জেলার বাঘা থানার দাতপুর গ্রামের আজগর মোল্ল্যার ছেলে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ এফ এম সায়েদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি কি হত্যা, না কি কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।এই ঘটনায় সাভার মডেল থানার একটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।