মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে। এবার ৭ম বারের মতো এখন অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবি তুলেছেন সিনেটররা। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুয়োমোর রাজনৈতিক সহচর চাক শুমার এবং কির্স্টেন গিলিব্র্যান্ডের মতে, কুয়োমোও নিউইয়র্কবাসীর ‘আস্থা হারিয়েছেন’। তবে অভিযোগ অস্বীকার করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন কুয়োমো। শুক্রবার কুয়োমোর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন নিউ ইয়র্কের একজন সাবেক প্রতিবেদক। তার আগে আরও ছয় নারী তার বিরুদ্ধে জোরপূর্বক চুমুসহ হাত ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তবে কুয়োমোর ভাষায়, ‘যেসব অভিযোগ আনা হচ্ছে তার কিছুই আমি করিনি।’সপ্তম অভিযোগটি আসার আগে শুক্রবার তিনি বলেন, ‘আমি কখনোই কাউকে হেনস্তা করিনি। কাউকে হয়রানি বা অনাকাক্সিক্ষত স্পর্শ করিনি।’ তবে শমার এবং গিলিব্র্যান্ড বিবৃতিতে বলেছেন, ‘একাধিক বিশ্বাসযোগ্য যৌন হয়রানি এবং অনাকাক্সিক্ষত আচরণের অভিযোগ ওঠার পর কুয়োমো তার রাজনৈতিক সহচর এবং নিউইয়র্কের জনগণের আস্থা হারিয়েছেন। গভর্নরের পদ থেকে তার পদত্যাগ করা উচিত।’ একই সুর শোনা গেছে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্ল্যাসিওর গলায়ও। তিনি কুয়োমোর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আগামী বছর গভর্নর হিসেবে কুয়োমোর অফিসের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নিজের অঙ্গরাজ্যে করোনাভাইরাস মহামারির সময় দক্ষতার পরিচয় দেয়ার কারণে গত বছর তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।