Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু ঘন্টার চেষ্টায় খুলনায় বাটা’র গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৭:২৪ পিএম

প্রায় দু ঘন্টা চেষ্টার পর খুলনার মুজগুন্নি এলাকায় বাটা জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বয়রা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান জানান, নগরীর বয়রা স্টেশনের ছয়টি ও খালিশপুরের দু'টিসহ মোট আটটি ইউনিট একত্রে প্রায় দু’ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

অগ্নিকান্ডে অন্তত পাঁচ কোটি টাকার বাটা ব্রান্ডের জুতা ও মূল্যবান মালামাল ভষ্মিভূত হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্থানীয় সেলস্ ম্যানেজার শেখ মিরাজ হোসেন। তিনি বলেন, আগামী ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে ঢাকা থেকে বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণ করা হয়েছিল।
ডিপো ম্যানেজার মোঃ আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন লাগলো- বুঝতে পারছি না। খুলনার এই প্রধান ডিপোটি ঢাকা থেকে সরাসরি পরিচালিত হয় বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ