Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সদরে অস্ত্র হাতে ফেসবুকে ছবি, যুবক কারাগারে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৫:৪২ পিএম

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে মহিন উদ্দিন বাবু (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত মহিন উদ্দিন বাবু পশ্চিম এওজবালিয়া গ্রামের মন্নাছ মেম্বার বাড়ীর মৃত মনির আহমদের ছেলে।

পুলিশ জানায়, মহিন উদ্দিন বাবু কয়েকদিন আগে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে। ওই ছবিতে তার হাতে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তার গতিবিধী নজধারিতে রাখা হয়। এর ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে একটি এলজি ও একটি কার্তুজসহ তাকে আটক করা হয়।

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ