Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত অর্ধশতাধিক

দিরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ৫:২৪ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে দু'পক্ষের সংঘর্ষে শাহ মুলুক (৩০) নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক লোক আহত

১৩ই মার্চ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সামছুল হক ও পারুল তালুকদারের লোকজনের মধ্যে হামলা মামলা চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে শাহ মুলুক (৩০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় অর্ধশতাধিক।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ