নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নগর প্রতিদ্ব›দ্বীদের বিপক্ষে হারের হতাশা পেছনে ফেলে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার সিটি। সাউথ্যাম্পটনকে উড়িয়ে আরও মজবুত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পরশু ৫-২ ব্যবধানে জিতেছে সিটি। দুটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজ। একটি গোল ইলকাই গিনদোয়ানের। সফরকারীদের দুই গোলদাতা জেমস ওয়ার্ড-প্রাউস ও চে অ্যাডামস। লিগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পেপ গার্দিওলার দল। লিগে ২৯ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৮। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্ব›দ্বীর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে চেলসি। ৩৩ পয়েন্ট নিয়ে সাউথ্যাম্পটনের অবস্থান ১৪ নম্বরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।