মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় দৈনন্দিন মৃত্যু দুই হাজার ছাড়ালো। করোনায় মৃত্যুর তালিকায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার আরও বেশি সংক্রামক রূপগুলোর মাধ্যমে ব্রাজিলে সংক্রমণ হার আরও ভয়াবহ দিকে যেতে পারে। অবশ্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এসব সতর্কবার্তাকে কানেই তুলছেন না। তিন বরং করোনার সংক্রমণ নিয়ে জনগণকে ঘেনঘেন করা বন্ধের আহবান জানিয়েছেন। দেশটির প্রাক্তন নেতা লুইজ লুলা ডি সিলভা বুধবার প্রেসিডেন্ট বোলসোনারোর তীব্র সমালোচনা করেছেন। তার মতে, প্রেসিডেন্টের ‘বেকুবি’ সিদ্ধান্তের কারণেই দেশের পরিস্থিতির অবনতি ঘটছে। বুধবার ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ৮৭৬ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের তৃতীয় রেকর্ড এটি। একই দিন মারা গেছে দুই হাজার ২৮৬ জন আক্রান্ত। ব্রাজিলের শীর্ষ জনস্বাস্থ্য কেন্দ্র ফিওক্রাজ জানিয়েছে, রিও ডি জেনেরিওসহ ১৫টি রাজ্যের রাজধানীতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৯০ শতাংশের বেশি বিছানা পূর্ণ হয়ে গেছে। রাজধানী ব্রাসিলিয়াতে আইসিইউগুলো পূর্ণ হয়ে গেছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।