বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ায় গাছে গাছে ঝোলানো হচ্ছে বাঁশের তৈরি কৃত্রিম হাঁড়ি। পাখিদের অভয়ারণ্য গড়তে জেলা শহরের প্রতিটি গাছে হাঁড়ি বেঁধে দিয়েছে মানুষের জন্য কুষ্টিয়া এবং কুষ্টিয়া বার্ড ক্লাব।
বুধবার (১০ মার্চ) বিকেলে শহরের কয়েকটি স্থানে গিয়ে দেখা যায়, নিজেদের অর্থ খরচ করে তারা গাছে গাছে বাঁশের তৈরি কৃত্রিম হাঁড়ি বেঁধে পাখির অভয়াশ্রম গড়ার কাজ করছে সংগঠন দুটি।
মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলন, কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পাখি গবেষক এসআই সোহেল জানিয়েছে, পাখিদের মুক্তভাবে বাঁচার জন্য পুকুর ভরাট, গাছনিধন, শিকার বন্ধ করার ওপর জোর দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। আমাদের দেশে বড় বড় গাছের সংখ্যা কমতি হওয়াতে পাখিরা বাসা বাঁধার স্থান পাচ্ছে না।
এ সময় পাখিদের বাসা বাচ্চা দেওয়ার সময় কিন্তু বড় বড় গাছ না থাকাতে ওরা দিশেহারা হয়ে পড়ছে। তাই প্রকৃতির সন্তানদের রক্ষা করতে আমরা পাখির বাসা বাঁধা শুরু করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।