প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী সালমা সম্প্রতি ৭০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলোর বেশির ভাগই নতুন চ্যানেলে মুক্তি পাবে। সাম্প্রতিক সময়ে এত গান আর কেউ গায়নি। এতো বেশি গান গাওয়ার উদ্দেশ সালমা তার ক্যারিয়ারে পাঁচ হাজার গান করতে চান। সম্প্রতি তার গাওয়া গানগুলো তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তবে এসব গানের প্রচারণা নিয়ে তিনি হতাশ। সালমা বলেন, আগের তুলনায় এ সময়ের গানের প্রচারমাধ্যম ব্যতিক্রম। বেশির ভাগ গান শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ। তবে বেশির ভাগ ইউটিউবের গান দর্শকপ্রিয়তা পাচ্ছে না। এখানে যেগুলো আলাদা করে টাকা খরচ করে প্রচার চালানো হয়, সেগুলোই শুধু দর্শকের কাছে পৌঁছাচ্ছে। যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, সেসব গানের ভিউ বেশি সেগুলোই শ্রোতাদের কাছে পৌঁছে। বাকি গানগুলোর কথা তারা জানেই না। এভাবে অনেক ভালো গান দর্শক শোনার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, দিন দিন ইউটিউব চ্যানেলের ওপর আমরা নির্ভর হয়ে যাচ্ছি। গান মুক্তির মাধ্যম হয়ে গেছে ইউটিউব। এখানে কেবল প্রতিষ্ঠিত চ্যানেলগুলো ভিউ পাচ্ছে। সেগুলোর সঙ্গে আমাকে সবচেয়ে বেশি প্রতিযোগিতা করতে হচ্ছে। আমি ৮০ ভাগ গানই নতুন চ্যানেলের জন্য গাইছি। অনেক নতুন ইউটিউব চ্যানেল চালুই হচ্ছে আমার গান দিয়ে। সেসব চ্যানেলের মালিকেরা এক গানে ৫ বা ১০ হাজার সাবস্ক্রাইবার পেলেই খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।