Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিবিসির অডিও সিরিজে রসিকা দুগাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘মির্জাপুর’ খ্যাত অভিনেত্রী রসিকা দুগাল যুক্তরাজ্যের বিখ্যাত নির্মাতা স্টিফেন ফ্রাইয়ের আন্তর্জাতিক কমেডি অডিও সিরিজে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ‘দি এম্পায়ার’ নামের এই অডিও সিরিজটি প্রচারিত হবে বিবিসি রেডিও টুতে। ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান এবং চিত্রনাট্যকার অনুভব পাল সিরিজটির কাহিনী লিখেছেন। পরিচালনা করছেন পুরস্কারজয়ী কমেডি প্রযোজক এড মরিশ। সিরিজের আনুষ্ঠানিক কাহিনী সংক্ষেপে বর্ণিত হয়েছে ব্রিটিশ শাসিত ভারতের পটভূমিতে দার্জিলিং জেলার নবনিযুক্ত ম্যাজিস্ট্রেট কাজে যোগ দেবার পর তার সহকর্মীরা তার কাজে যে সহযোগিতা ও অসহযোগিতা করে তাই এর গল্প। রসিকা বলেন : “অনুভব পালের স্ক্রিপ্ট পড়তে গিয়ে হাতে হাসতে পেটে খিল ধরে গেছে আমার। একটি জটিল ড্রামা সিরিজের তিনমাস দীর্ঘ শিডিউলের পর আমার ঠিক এমন একটি কাজই দরকার ছিল।” রসিকা ‘দি এম্পায়ার’ সিরিজে স্বপ্না নামে এক স্বাধীনতাকামী বিপ্লবীর কণ্ঠ দিয়েছেন। কমেডি ধারার সিরিজটিতে আরও কণ্ঠ দেবেন ‘ডক্টর হু’ সিরিজ খ্যাত অভিনেত্রী মিশেল গোমেজ এবং ‘মিড সোমার মার্ডার্স’-এর জন্য খ্যাত অভিনেতা-লেখক আলেকজান্ডার ওয়েন। বিবিসি রেডিও টুর জন্য ‘দি এম্পায়ার’ প্রযোজনা করেছে চ্যানেল এক্স প্রডাকশন। সম্প্রতি সিরিজটির প্রিমিয়ার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ