Inqilab Logo

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বড় সম্প্রসারণে যাচ্ছে বিবিসি

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নতুন ১১টি ভাষা বিভাগ চালুর ঘোষণা দিয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ১৯৪০ সালের পর এটিই ব্রিটিশ সংবাদমাধ্যমটির সবচেয়ে বড় সম্প্রসারণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকার গতবছর তহবিল বাড়ানোর ঘোষণা দেয়ার পর কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি চূড়ান্ত রূপ পায়। নতুন বিভাগগুলোর চারটি সংবাদ পরিবেশন করবে ভারতীয় ভাষা গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ও তেলেগুতে। আফ্রিকার ভাষার মধ্যে রয়েছে আফান ওরোমো, আমহারিক, ইগবো, তিগরিনিয়া, ইয়োরুবা। এছাড়া থাকছে কোরিয়ান এবং মিশ্র ভাষা পিজিন। আগামী বছরই নতুন বিভাগগুলোর প্রথমটি কাজ শুরু করতে পারবে বলে আশা করছে বিবিসি। সব মিলিয়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ভাষা বিভাগের সংখ্যা দাঁড়াচ্ছে ৪০টিতে। বিবিসির মহাপরিচালক টনি হল এক বিবৃতিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের এবং ব্রিটেনের মুকুটে ‘একটি রতœ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার পথে আমি বিবিসিকে আরও আত্মবিশ্বাসী ও বহির্মুখী দেখতে চাই, যে প্রতিষ্ঠান আমাদের স্বাধীন, নিরপেক্ষ সাংবাদিকতা এবং বিশ্বমানের বিনোদন বিশ্বের ৫০ কোটি মানুষের কাছে পৌঁছে দেবে।” বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড় সম্প্রসারণে যাচ্ছে বিবিসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ