Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিবিসি প্রতিবেদন মিথ্যা-বানোয়াট : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে করা বিবিসি বাংলার প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সম্প্রতি ইসরাইলের রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে বলে খবর প্রকাশ করে বিবিসি বাংলা। তবে এ খবরকে অসত্য বলে দাবি করেছেন জয়। জয়ের সঙ্গে বৈঠকের খবরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেন, একটা বহুল প্রচলিত মিডিয়া (বিবিসি)-আমাদের বাংলাদেশের মানুষ বিবিসিকে যখন সব সময়ই বিশ্বাস করে, বিবিসির খবর শোনার জন্য উদগ্রীব থাকে, এ ধরনের মিডিয়ার মাধ্যমে, এ ধরনের অপপ্রচারটা আমরা আশা করিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিবিসি প্রতিবেদন মিথ্যা-বানোয়াট : স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ