মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ রাজপরিবার ও বাবার বিরুদ্ধে বোমা ফাটালেন প্রিন্স হ্যারি। মার্কিন এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেন, আমার সঙ্গে সব ধরনের আর্থিক সম্পর্ক ছিন্ন করেছিল রাজপরিবার। পাশাপাশি বাবাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। স¤প্রতি যুক্তরাষ্ট্রের তারকা উপস্থাপক অপরাহ উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে হ্যারির স্ত্রী মেগান মার্কেল বলেন, রাজপরিবারে থাকার সময় আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। তবে হ্যারি জানালেন আরও চাঞ্চল্যকর কথা। ওই সাক্ষাৎকারে হ্যারি বলেন, রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বাস্তবিকভাবেই প্রিন্স চার্লস তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। কোনও রকম আর্থিক সম্পর্কই আমাদের মধ্যে ছিল না। হ্যারি আরও বলেন, রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার পর মাত্র তিনবার রাণীর সঙ্গে আমার কথা হয়েছে। বাবার সঙ্গে কথা হয়েছে দুইবার। তারপর থেকে তিনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। প্রিন্স হ্যারি বলেন, একসময় নাকি তার বাবা তাকে বলেছিলেন যে যা বলতে চাও তা লিখিত দিতে পার? তিনি বলেন, মায়ের অর্থ ছাড়া আমাকে অন্যান্য টাকাÐপয়সা থেকে আমাকে বঞ্চিত করা হয়। ভাই উইলিয়ামের সঙ্গেও সম্পর্ক ভালো নেই বলেও মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।