বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সুনিল চাকমা ওরফে সুভাষ (২৭) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে দীঘিনালা সেনা জোনের সদস্যরা। আটকৃত সন্ত্রাসী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এর সশস্ত্র গ্রুপের সদস্য।
জানা যায় ১০ মার্চ (বুধবার) গভীর রাতে বাবুছড়া থেকে দীঘিনালাগামী একটি মোটরসাইকেলে আসার পথে যৌথ বাহিনী তল্লাশীর উদ্দ্যেশ্যে মটরসাইকেলটি থামাতে বললে সুনিল চাকমা ওরফে সুভাষ (২৭) মোটরসাইকেল থেকে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনী তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, নগদ ১৭ হাজার ৬৩৫ টাকা, ২টি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলা প্রক্রিয়াধীন বলে জানান।
এর আগে চলতি মাসের শুরুতে দীঘনালায় যৌথবাহিনীর কর্তৃক একটি অভিযান পরিচালনার মাধ্যমে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র গ্রুপের ৪জন শীর্ষসন্ত্রাসীকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ চাঁদার টাকাসহ আটক করে সেনাবাহিনী। আগামীতেও এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।