Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে এক বছরে সাড়ে ৮ লাখ মানুষের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

সারাদেশে ২০১৯ সালের তুলনায় গত বছর (২০২০ সাল) ৩১ হাজার ৪১২ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিবিএসের সংগৃহিত তথ্যের ভিত্তিতে তিনি এসব তথ্য জানান।

সচিব বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়। ২০২০ সালে মৃত্যু হয় ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ, ২০১৯ এর তুলনায় ২০২০ সালে মৃত্যু বেড়েছে ৩১ হাজার ৪১২ জনের। ইয়ামিন চৌধুরী বলেন, ২০২০ সালে করোনাভাইরাসে মারা গেছেন ৮ হাজার ২৪৮ জন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন এবং ২০২০ সালে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন।
হার্টের অসুখে ২০১৯ সালে ৬৭ হাজার ৭ জন এবং ২০২০ সালে ৪৩ হাজার ২০৪ জন মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ