Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হালদা নদীর পাড়ে গড়ে উঠা অবৈধ এক ইটভাটা ধ্বংস

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ৫:৩৯ পিএম

চট্টগ্রামের রাউজানে চতুর্থ ধাপে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে গড়ে উঠা তিনটি অবৈধ ইটভাটার মধ্যে একটি ইটভাটা ধ্বংস করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১০ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোকামী পাড়া গ্রামে জাহেদুল ইসলামের মালিকানাধীন এ.আলী নামে একটি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনিসহ বিপুল পরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসাক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদ, এসিল্যান্ড অতীশ দর্শী চাকমা। এছাড়াও র‌্যাব-৭, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসাক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে গড়ে উঠা একটি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনী সম্পূর্ণ ধংস করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু হ্যারিটেজ ঘোষিত দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে আরও দুটি অবৈধ ইটভাটা রয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে রাউজানে ৫২টি ইটভাটার মধ্যে কোনোটির বৈধ নেই। এ পর্যন্ত চতুর্থ ধাপে ৩টিকে ৯লক্ষ টাকা জরিমানা ও ৬টির ১২১ ফুট চিমনিসহ বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করে দেয় প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধ্বংস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ