Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের আট শতাধিক সামরিক অবকাঠামো ধ্বংস : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ইউক্রেনের আট শ’র বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের আট শ’র বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া। এর মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীকে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, ইউক্রেনের ১৪টি বিমানঘাঁটি, ১৯টি কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪৮ টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় নৌ-বাহিনীর আটটি নৌযানও ধ্বংস করা হয়েছে। চারদিক থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষেত্রে সকল ধরনের উপায় অবলম্বন করেছে রাশিয়া। স্থল, সমুদ্র ও আকাশ পথে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। স্থল, সমুদ্র ও আকাশ পথকে ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, রুশ কর্তৃপক্ষ দীর্ঘপাল্লার নিখুঁত অস্ত্র (ক্ষেপণাস্ত্র) ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। সমুদ্র ও আকাশ পথ ব্যবহার করে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়া তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এদিকে বিবিসি জানিয়েছে, কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে রুশ হামলায় কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক এলাকা ও ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের মেলিটোপোল শহর দখল করেছে রুশ সেনারা। এ গুরুত্বপূর্ণ শহরটি ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত। এ শহরের পাশে ইউক্রেনের অন্যতম প্রধান সমুদ্রবন্দর মারিউপোল অবস্থিত। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনের আট শতাধিক সামরিক অবকাঠামো ধ্বংস : রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ