Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, ছোট ভায়ের দায়ের কোপে বড় ভাই নিহত

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৭:২৫ পিএম

জমাজমি নিয়ে বিরোধের জেরে মহেশপুরের আজমপুর ইউনিয়নের আলামপুর কুলবাগান পাড়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই ওসমান বক্স (৬০) নিহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে ওসমান বক্স ও ছোট ভাই খাদেম বক্সের মধ্যে বিরোধীয় একটি জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে তা সংঘর্ষে রুপ নেয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ঘটনার এক পর্যায়ে খাদেম আলীর ধারালো দায়ের কোপে বড় ভাই ওসমান বক্স ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ১২ জনকে গুরুতর আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় রমজান আলী ও মকছেদ আলীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ইন্সপেক্টর(তদন্ত) রাশেদুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ