Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১ শুরু ১৭ মার্চ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ৭:০১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব-২০২১। ৩ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হবে আগামী ১৭ মার্চ (বুধবার)। জেলা স্টেডিয়ামের সামনে আউটডোরে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানের। অনুষ্ঠানমালায় জাতির পিতার স্মৃতি চারণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, আলোচনা সভা, বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠিত হবে ভাবনা সহ নানা অনুষ্ঠান।

আজ মঙ্গলবার (৯ মার্চ) বঙ্গবন্ধু উৎসব-২০২১ এর লোগো উন্মোচন ও মিট দ্যা প্রেসের অনুষ্ঠানে এসব তথ্য জানান সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি, প্রবীণ আইনজীবী লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ প্রথমবারের মত বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব পালন করবে। জাতির পিতার আদর্শ ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাসহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সু-মহান লক্ষ্য সিলেটবাসীর কাছে পৌঁছে দিতে আয়োজন করা হয়েছে এ ব্যতিক্রমী উৎসবের।

তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের প্রথম দিন ১৭ মার্চ বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শনী, নৃত্যানুষ্টান, বঙ্গবন্ধু ও স্বগত ভাবনা শীর্ষক আলোচনা সভা এবং গীতিনৃত্যনাট্য ‘রূপান্তরের গান’। ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ মুর্শেদ আহমদ চৌধুরী। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান এর সভাপতিত্বে ২১ শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান, সিলেটের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, স্থানীয় সরকার বিভাগ সিলেট এর পরিচালক মোঃ ফজলুল কবীর, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউলগানে বঙ্গবন্ধু। ১৯ মার্চ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক প্রকাশিত স্মারক ‘মহানায়ক ’ এর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্টান, মহাকাব্যের মহানায়ক শীর্ষক আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে সিলেট জেলা পরিষদের প্রযোজনায় নির্মিত গীতিনৃত্যনাট্য মহানায়ক।

এছাড়া বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট . লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম শামীম রেজা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, ২১ শে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুষমা দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতুম চক্রবর্তী সহ অংশগ্রহণ করবেন সিলেটের গণ্যমান্য ব্যক্তিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ